একমাত্র মেয়ের জন্মদিনে বিনামূল‍্যে ঔষধ দিয়ে মানবসেবায় বাঁকুড়ার বড়জোড়ার হোমিওপ্যাথি চিকিৎসক

3rd June 2020 বাঁকুড়া
একমাত্র মেয়ের জন্মদিনে বিনামূল‍্যে ঔষধ দিয়ে মানবসেবায় বাঁকুড়ার বড়জোড়ার হোমিওপ্যাথি চিকিৎসক


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : একমাত্র মেয়ের জন্মদিনে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির হলেন বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়া গ্রামের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ অমিত কুমার মণ্ডল। বুধবার করোনা পরিস্থিতিতে মেয়ের জন্মদিনে নিজের চেম্বারে উপস্থিত সকল গ্রামবাসীকে তিনি এই পরিষেবা প্রদান করেন ।

মেয়ে সুদেষ্ণা মণ্ডল এই মুহূর্তে বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে রয়েছেন। কিন্তু তাতে কি! করোনা পরিস্থিতিতে মেয়ের বাড়িতে গিয়ি মহাধূমধামে জন্মদিন পালন করা না গেলেও নিজের চেম্বারে বসেই নিজের মতো জন্মদিন 'সেলিব্রেট' করতে পেরে খুশি চিকিৎসক 'বাবা' ডাঃ অমিত কুমার মণ্ডল। তিনি বলেন, করোনা সতর্কতায় লক ডাউনে মানুষের হাতে অর্থের যোগান নেই। তাই 'ইউমিনিটি' বাড়াতে আর্সেনিকাম অ্যালুমবিন সহ ৩০ টি ওষুধ অসহায় মানুষের হাতে তুলে দিলাম। মেয়ের জন্মদিন পালনে এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হয়না বলেই তিনি জানান। ডাক্তারবাবুর এই উদ্যোগে খুশি গ্রামের মানুষও ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।